Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

শয়তান এখনও আছে সাথে

: | : ১০/১২/২০১৩

আউযূ বিল্লাহিমিনাশ শাইতানীর রাজীম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

যেখানে আমি চলি
শয়তান ও চলে পিছু।
শোনাতে চায় সব হিতবাক্য
বলে শোন আমি বলি।

বলতে বলতে বন্ধুরই মত
বসে পড়ে পাশে
যত পড়ি আউযুবিল্লাহ
অথবা লাহাওলা ।
সে যায়না চিরতরে
ছেড়ে আমায়
দরজা দিয়ে বের হওয়ার
ভানে আবার পাশে বসে পড়ে।

সে এক অকৃত্রিম
এক নাছোড়বান্দা প্রেমিক।
কোথায় না করে অনুসরন
ওযুতে নামাজে কোরান পড়ায়।

ওজু করতে যাই
পড়ি বিসমিল্লাহিল আলিয়ূল আযীম
তাগাদা দিতে শুরু করে
কানের কাছে গুনগুনিয়ে।
ওযুতে ষায় হয়ে
তাড়াহুড়া।

নামাজে দাড়াতে গেলে
দেয় মনে করিয়ে
কখন কোন বন্ধু
দিয়েছে গাল

করেছে বকা ঝকা

আমিও তখন নামাজ ফেলে
অবতীর্ন হই বন্ধুর সাথে
মল্ল ষুদ্ধের কল্পনাতে।

পিছনে দাড়িয়ে
আনন্দেতে শয়তান
দিতে থাকে
হাতে তালি।

এখানে তার স্বার্থকতা
মনের অলিগলি গতিবিধি
সবই তার জানা
আমার দূর্বলতা
ইচ্ছা অনিচ্ছা

কোন কিছু নয় তার অজানা
মিশে যেতে পারে
রক্তে দ্রুতিতে
খেলে সে আমাদের নিয়ে
তার ইচ্ছে অনিচ্ছায়।

এ তার প্রতিশোধ
মানবের প্রতি।
মানবের কারনে
সে আল্লাহর আনুকূল্য ছাড়া।
মানব অবজ্ঞা করায়
আজ ফেরেশতার সর্দার আযাযীল থেকে
হয়েছে সে পশু আকৃতি ইবলীশ।

অভিমান ভরে আল্লাহকে বলে
আমার একটা ভূল তুমি
করলেনা ক্ষমা ।
বের করে দিলে আশ্রয় থেকে।

যেখানে মানুষ পেয়ে যায় ক্ষমা
করে শত সহস্র ভূল আর পাপ।

আর আমি মানুষ তখন
কৃতজ্ঞতায় নোয়াই মাথা
স্রষ্টার কাছে পড়তে পড়তে
লা হাওলা ওয়ালা কুআতা
ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আযীম।
যদিও শয়তান এখনও আছে সাথে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top