Top today
উদ্ভাসনঃ অন্ধপুরীর সভ্যতার প্রজন্ম
দুইটা ট্যাকা দ্যান
ক্যান দিমু? তুই কি আমার কাছে পাইবি নাকি?
না… অ্যামনিই দ্যান।
ট্যাকা দিয়া কী করবি?
খামু।
কী খাইবি?
চটপটি খামু।
দুই ট্যাকায় চটপটি অইবো?
না; আরও চাইর জন ভাইয়ার কাছ থেইকা লইমু।
আরও চাইর জনের কাছ থেইকা লইলে কত অইবো?
ক্যান দশ ট্যাকা অইবো !
তুই দেহি গুণতে জানস! শিখছস কই থেইকা?
আমি ইস্কুলে যাই……
কোন ইস্কুলে যাস?
সইন্ধ্যা ব্যালার আলোর ইস্কুলে যাই।
একটা ভাইয়া আর একটা আফায় পড়ায়।
সাথে আরও চাইর পাঁচটা ভাইয়া আর আফায় আহে।
জানেন হেরায় না আমাগোরে চকলেট দেয়,
আরও অনেক কিছু খাইতে দ্যায়। চটপটিও দ্যায়।
ইস্কুলে পড়স তয় ভিক্ষা করস ক্যান?
আমি ত ভিক্ষা করি না। ফুল বেচি। মালা বেচি।
আফনেরে হেই ভাইয়াগোর একজনের লাহান লাগছিলো
হের লাইগা ট্যাকা চাইয়া ফালাইছি। স্যরি….. ট্যাকা লাগবো না।
বাহ তুই তো সুন্দর কইরা কথা কস।
হুম, আমি ইস্কুলে পড়ি না!
ভাল কথা; তুই ফুল বেচার ট্যাকা কী করস?
ক্যান আমার মার কাছে দেই।
ফুল বেচে কত পাস?
সত্তর আশি ট্যাকা পাই। মাঝে মাঝে দেড়শ দুইশ ট্যাকাও পইড়া যায়।
তর ভাই বইন কয়জন?
আমার আর একটা বইন আছে।
হেয় কী করে?
হেয় ত ছোট। অহনও হাঁটতে পারে না।
ও আচ্ছা…… তর বাপ কী করে?
বাপ নাই। আমি যাই।
অই খাড়া…… ট্যাকা লইয়া যা।
লাগবো না। আফনের ট্যাকা লইয়া আফনে বইয়া থাকেন।
ক্যান দিমু? তুই কি আমার কাছে পাইবি নাকি?
না… অ্যামনিই দ্যান।
ট্যাকা দিয়া কী করবি?
খামু।
কী খাইবি?
চটপটি খামু।
দুই ট্যাকায় চটপটি অইবো?
না; আরও চাইর জন ভাইয়ার কাছ থেইকা লইমু।
আরও চাইর জনের কাছ থেইকা লইলে কত অইবো?
ক্যান দশ ট্যাকা অইবো !
তুই দেহি গুণতে জানস! শিখছস কই থেইকা?
আমি ইস্কুলে যাই……
কোন ইস্কুলে যাস?
সইন্ধ্যা ব্যালার আলোর ইস্কুলে যাই।
একটা ভাইয়া আর একটা আফায় পড়ায়।
সাথে আরও চাইর পাঁচটা ভাইয়া আর আফায় আহে।
জানেন হেরায় না আমাগোরে চকলেট দেয়,
আরও অনেক কিছু খাইতে দ্যায়। চটপটিও দ্যায়।
ইস্কুলে পড়স তয় ভিক্ষা করস ক্যান?
আমি ত ভিক্ষা করি না। ফুল বেচি। মালা বেচি।
আফনেরে হেই ভাইয়াগোর একজনের লাহান লাগছিলো
হের লাইগা ট্যাকা চাইয়া ফালাইছি। স্যরি….. ট্যাকা লাগবো না।
বাহ তুই তো সুন্দর কইরা কথা কস।
হুম, আমি ইস্কুলে পড়ি না!
ভাল কথা; তুই ফুল বেচার ট্যাকা কী করস?
ক্যান আমার মার কাছে দেই।
ফুল বেচে কত পাস?
সত্তর আশি ট্যাকা পাই। মাঝে মাঝে দেড়শ দুইশ ট্যাকাও পইড়া যায়।
তর ভাই বইন কয়জন?
আমার আর একটা বইন আছে।
হেয় কী করে?
হেয় ত ছোট। অহনও হাঁটতে পারে না।
ও আচ্ছা…… তর বাপ কী করে?
বাপ নাই। আমি যাই।
অই খাড়া…… ট্যাকা লইয়া যা।
লাগবো না। আফনের ট্যাকা লইয়া আফনে বইয়া থাকেন।
অন্ধপুরী; অসভ্য জানোয়ারের জীবন।
সভ্যতার লজ্জা সভ্য মানুষের অসভ্য চারিত্র।
অন্ধকূপে যাওয়া আসা
সভ্যতাকে অন্ধপুরিতে নিয়ে গণধর্ষণ।
সভ্য মানুষের প্রজন্ম
পড়ে থাকে অন্ধপুরির অন্ধকূপে।
তারা আলো দেখে দূরে
ঝিলিমিলি আলো।
ছটফট করে ছুটে যায়। নিতে যায় ঘরে।
পরিচয়ের জালে জড়িয়ে তারা
আলো ছুতে চায় পারে না।
এ তাদেরও আলো শত বছরেও তাদের হলো না।
আলোর ইস্কুল যাচ্ছে আলো নিয়ে তাদের ঘরে।
সবার ঘরে যাবে কত দিনে?
ততদিনে হয়তো নতুন আরও অনেক অন্ধ ঘর হবে সৃষ্টি।
সভ্যতার লজ্জা সভ্য মানুষের অসভ্য চারিত্র।
অন্ধকূপে যাওয়া আসা
সভ্যতাকে অন্ধপুরিতে নিয়ে গণধর্ষণ।
সভ্য মানুষের প্রজন্ম
পড়ে থাকে অন্ধপুরির অন্ধকূপে।
তারা আলো দেখে দূরে
ঝিলিমিলি আলো।
ছটফট করে ছুটে যায়। নিতে যায় ঘরে।
পরিচয়ের জালে জড়িয়ে তারা
আলো ছুতে চায় পারে না।
এ তাদেরও আলো শত বছরেও তাদের হলো না।
আলোর ইস্কুল যাচ্ছে আলো নিয়ে তাদের ঘরে।
সবার ঘরে যাবে কত দিনে?
ততদিনে হয়তো নতুন আরও অনেক অন্ধ ঘর হবে সৃষ্টি।
তবে আসুক পরিবর্তন………
পরিবর্তিত হোক পরিচয়ের কৃষ্টি
ছিঁড়ে যাক জাল; বের হয়ে আসুক ওরা
অন্ধকূপের সভ্যতার প্রজন্ম দিনের আলোয়
উদ্ভাসিত করুক দৃষ্টি, মন
সৃষ্টি হোক নতুন সভ্য
নবসৃষ্টি উদ্দীপন।