Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

চিনেছি গো নারী

: | : ১১/১২/২০১৩

হে, নারী আমি তোমাকে চিনেছি
যে দিন ভেঙ্গেছে আমার ভুল,
সে দিন থেকে বাসিনা ভালো
রেখেছি মাথায় বড়ো  চুল ।

আমি কারো প্রিয় হতে চাইনা
চাইনা আমাকে কেউ ভালোবাসুক,
আমি ও কাউকে প্রিয় করতে চাইনি
চাইনি কাউকে নিয়ে এ বুকে স্বপ্ন জাগুক ।

আমি নারীকে চিনেছি…
তাই ঘৃণা করি শতবার ,
কাছে এলে দূরে সরে যাই
বলিনা ভালোবাসো ; হাতে ধরি তোমার ।

কি আছে অই রুপের মাঝে ?
সবই জেনেছি গো  নারী ,
তোমার রুপেই কর পাগল কেবল
জীবনটাকে করো দুঃখে ভারী ।

*********** সমাপ্ত **********
তারিখ :   ১৯-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল :    khmahabub@yahoo.com

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top