Top today
ডেয়ার রেসপেকটেড চন্দ্রা
ডেয়ার রেসপেকটেড চন্দ্রা
আমার প্রতিদিন অনেকটা সময় তোমাকে ভাবতে ভাবতে যায়।মাঝে মাঝেই মনে হয়,আমার সামনে মুচকি হেসে তাকিয়ে আছ।তখন তুমি সোনালি হলুদ বর্ণের শাড়ি পড়ে থাক।কপালে থাকে বৃত্তাকার গোলাপী বর্ণের চকচকে টিপ।আর চুলগুলো বেনী করা।এত ভাল লাগে,আমি বিস্মিত হয়ে যায়।একজন মেয়ে এত সুন্দর হতে পারে,তখন তোমাকে না দেখলে আমি কোনদিন বিশ্বাস করতাম না।আমি অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকি যেনো পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য আমার সামনে দাড়িয়ে।
ইতি
সমুদ্র