Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সে আমার দেশ, আমার কাঙ্খিত বাংলাদেশ।[♥]

: | : ১১/১২/২০১৩

সে আমার দেশ, আমার কাঙ্খিত বাংলাদেশ।[♥]

 

শুধু সেখানে, যেখানে কেহই আর কাঁদতে চায়না,
আকাশে যেখানে, শুধু লাল-সবুজের পতাকা উড়বে,
যেখানে ভাষার জন্য শত শত জীবন দিতে হয়েছে,
আমি প্রতিজ্ঞা করছি, আমি ভালবাসব তোমাকে সেখানে,
আমার সমস্ত মন-প্রাণ দিয়ে,
সে আমার দেশ, আমার গৌরবের দেশ।

যেখানে কাউকে আর রাস্তায় জীবন-যাপন করতে হবেনা,
জীবনের জন্য কারোর পায়ে ধরতে আর হবেনা,
যেখানে কাউকে বঞ্চিত বা লাঞ্চিত হয়ে থাকতে হবেনা,
আমি প্রতিজ্ঞা করছি, আমি সেখানেই তোমাকে ভালবাসব,
আমার সমস্ত আনন্দ উল্লাস দিয়ে,
সে আমার দেশ, আমার ভালোলাগার দেশ।

শুধু সেখানে, যেখানে মানুষ দরজা খুলে রাখবে,
দুঃখী, দুঃস্থ আর হতচ্ছারাদের সাহায্যের জন্য,
যেখানে কেহ শ্বাশত বর্জ্যের মত নিঃস্ব হয়ে কখনো মরবেনা,
আমি সেখানেই তোমার সাথে থাকব,
আমার শ্রেষ্ট ভালবাসা দিয়ে,
সে আমার দেশ, আমার স্বপ্নের দেশ।

যেখানে কোনো সাংস্কৃতিক বিতর্ক থাকবেনা,
একটি স্থান যেখানে ধর্মকে কখনো ঘৃনা করবেনা,
যেখানে মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার রাখবেই,
আমি প্রতিজ্ঞা করছি, সেখানেই আমি তোমাকে ভালবাসবো,
যা নাকি মুক্ত হাওয়ার মতই উদার,
সে আমার দেশ, আমার স্বাধীনতার দেশ।

শুধু সেখানে যেখানে আর কাউকে রক্ত দিতে হবেনা,
আর যুদ্ধ নয় কিংবা কোনো খুন-খারাবিও নয়,
যেখানে মানুষের প্রতি মানুষের কোনো প্রতিহিংসা থাকবেনা,
আমি সেখানেই অপেক্ষা করব তোমার জন্য,
তোমার নিষ্পাপ মুখটাকে দেখার জন্য,
সে আমার দেশ, আমার বিজয়ের দেশ।

যেখানে কোনো অন্যায় অবিচার থাকবেনা,
যেখানে স্বার্থের কোনো বালাই থাকবেনা,
যেখানে মিথ্যাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবেনা,
আমি যত দুরেই, কিংবা যেমন-যেভাবেই থাকিনা কেন,
প্রতিজ্ঞা করছি, আমি সেখানে থেকেই তোমাকে ভালবাসবোই,
সে আমার দেশ, আমার কাঙ্খিত বাংলাদেশ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top