Top today
হিমুনিটা একা একা হাঁটছিল………..
হিমুনিটা একা একা হাঁটছিল,
সঙ্গে কাউকে নিতে বাঁধছিল,
আনমনে হাঁটছিল আর ভাবছিল,
জীবনের কয়টা দিন সুখছিল,
দুখে কয়টা দিন কাটছিল,
মনে মনে একটা অঙ্ক কষছিল,
জীবনের অঙ্কটাই কি ভুল ছিল?
পাওয়ার চেয়ে না পাওয়ার বেদনাই বেশী ছিল!
আনন্দের ক্ষণগুলো মনে করে হাসছিল ;
ভাবনার মাঝে মাঝে কল্পনায় ডুবছিল,
প্রজাপতি হয়ে ডালে ডালে উড়ছিল;
সাদা মেঘ হয়ে আকাশে ভাসছিল,
পাখির গান ঝর্নার গান শুনছিল;
নীল আকাশে ঘুড়ি হয়ে ঘুরছিল,
যখন কল্পনা থেকে বাস্তবে ফিরে আসছিল;
ভেবে দেখল তখন, সবইতো কল্পনা ছিল 🙁
সঙ্গে সঙ্গে নয়ন বেয়ে দু ফোঁটা অশ্রু ঝরছিল,
ও হ্যা, হিমুনির সঙ্গে কিন্তু চাঁদ ছিল;
চাঁদটা হিমুনি কে আড়ে আড়ে দেখছিল,
আর যেন তার সাথে ব্যাঙ্গ করছিল ।