Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অনন্ত যাত্রা

: | : ১৩/১২/২০১৩

অনন্ত   যাত্রা

___________

বৈশাখী  ঝড়ের   মতো   চুল  দোলিয়ে

দৌঁড়ে  চলে  গেল  বিজয়া ,

যেন ঈশান   কোণে   সৃষ্ট  কাল  বুশেখী ।

এইতো   সেদিন   চঞ্চলতায়  যার,

অস্থির    ছিল   সারা  গাঁ ।

চন্ডি   খুড়ু  জ্বরে   পড়েছে,  মানিকের   মায়ের  ঘরে

চাল   নেই,  রমিজ   বউ   পিটিয়েছে  যৌতুকের  জন্য,

কার্তিক  রমজান  মারামারী , গরুতে   ধান   খেয়েছে বলে,

তাতে ও   আছে   বিজয়া  ।

দেখে অবাক   আমি   সেদিন , হেটে   যাচ্ছিল    বিজয়া,

ঝড়ে বিদ্ধস্ত  গাছের  মতো, যেন

এরই   মাঝে   কেটে   গেছে  তার

জীবনের   আশিটি   বছর ।

অভাব   অনটনে,  দুঃখে  মানসিক  বিপর্যস্থতায়,

এইতো  সেদিন  বিয়ের  পর  স্বামী   নিয়ে গেল  তাকে ।

সাদা  সূতী   পড়ণে সাকাহীন  হাত,

সিদুরহীন   কপাল  অনুজ্জল ।

বস্র   মলিন,  প্রবল   টর্নেডো   এক  রাতে  যেন

দলে   মুচরে   ছিন্ন   ভিন্ন  করে   দিয়ে  গেছে  পৃথিবী ।

তবে   কেন   এ   প্রহসন ?

যেতে ই  যদি  হবে  আজ  কেন  নয় ?

কাল  কেন  বিজয়াদের  বিদ্ধস্ত  করে

অনন্ত   নিবাস   যাত্রা  । ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top