Top today			
			কব্জি ডুবিয়ে সব্জি
এই শীতে বাজার মানেই
হরেক রকম সব্জি
খেতেই যদি হবে এসব
ডুবিয়ে খাবেন কব্জি 
 শীম, টম্যাটো, মটরশুঁটি
যত পারেন খান
ফুলকপি, পাতাকপির
পাকোড়া বানান
লাউ তো খাবেন এই সময়ই
ধনেপাতার সাথে
পেঁয়াজকলি, গাজর যদি
রাখেন খাবার পাতে
বেগুন, মুলো্, শালগম, বিট
আনুন বাজার ঘুরে
নতুন আলু  স্বাদ বাড়াবে
শীতকালটা জুড়ে ।
খেতে পারেন পালং শাক
কুমড়ো ফুলের বড়া
এখন তবে উঠছিরে ভাই
কাজের ভীষণ তাড়া।