মূল আক্রান্ত
মূল আক্রান্ত
_______________
ওকে বকছো কেন ?
ছোট শিশু ময়লা ধরেছে খেলার ছলে
হাত দিয়ে বা ক্ষুধার তাড়নায় ।
অপরাধ হয়েছে সামান্য,
উ ই পোকা ধরেছে সারা দেহে,মূল থেকে পাতায়,
খাবার দা ও পরিমিত,শান্ত হয়ে ঘুমাবে,
না বুঝার কারণে বা চাহিদার স্বল্পতায় ।
প্রয়োজন বেশী মূলের , বহন করে ডাল পালা,
পত্র, ফুল ফল,বৃক্ষারোহী জন্তু পাখির বাসা তাও ।
চাহিদার অপমৃত্যু ?
সেতো মূল কেটে হয়, পাতা ছিড়ে নয় ।
অপরাধ ?
কেহ করে পেটের দায়ে,
কেহ করে বিলাসিতার রসদ যোগাতে ।
পেট ভরানো সহজ, কিন্তু বিকৃত মন ?
সেতো গোটা দেশ গ্রাস করলে ও ভরার নয় ।
মূরে কুঠারাঘাত ?
সেতো অসম্ভব প্রায় ,ভীত সন্ত্রস্ত সকলে ই ।
কে উ রক্ষিতে সার্থ, কেউ প্রতিঘাতের ভয়ে ,
কেউ নিজেকে বাঁচাতে, কেউ অন্যকে ধোকা দিতে
ছিড়ে ফেলে পাতা , বড়জোর ডাল পালা । ।