Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

রোজ রাতই আমার কবিতার রাত………..

: | : ১৪/১২/২০১৩

রোজ রাতই আমার
কবিতার রাত,
কবিতারা ডাকে আমায়
বাড়িয়ে দিয়ে হাত।

কবিতায় থাকে না কোনো মিল
বা থাকে এলোমেলো ছন্দ,
কিন্ত এখানে থাকে
কিছুটা হলেও জীবনের গন্ধ।

কবিতায় খুঁজতে যেও না কেউ
বিশাল শব্দের ভাণ্ডার,
সব এলোমেলো লাইন আর
সহজার্থ কথা মালার সমাহার।

এখানে কিছু থাকে
জীবনের কথা,
থাকে দুঃখ অভিমান আর
না পাওয়ার ক্ষীণ দুর্বলতা।

কখনও নিজের অনুভূতি
অভিমান আর অভিযোগ,
কখনও থাকে জীবন থেকে নেয়া
উপলব্ধি আর কিছু সুখ ভোগ ।

আমার সব এলোমেলো
এলোমেলো কবিতার প্রতিটা লাইন,
মার্জনা চাই তাদের কাছে
প্রতিনিয়ত যারা আমায় উৎসাহ দিয়ে যান।

 

https://lh3.googleusercontent.com/-PlD-wVAG6XA/UKygg_ffOFI/AAAAAAAAIS8/IRTHuf28cdQ/s796/inkpenhand.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top