Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

হৃদয়পুরে দেশান্তরী-২

: | : ১৪/১২/২০১৩

যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে সুন্দরী ছিলে তুলনাহীন;
সে রূপের ছবি মনে রেখে রেখে কেটেছে আমার না দেখা দিন।
মনের ভেতরে বেঁচে আছো তুমি, বাস্তবে তুমি জীবিত নও;
প্রত্ন প্রতিমা সামনে এসোনা, মৃত ছিলে তুমি মৃতই রও!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top