Top today
হৃদয়পুরে দেশান্তরী-২
যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে সুন্দরী ছিলে তুলনাহীন;
সে রূপের ছবি মনে রেখে রেখে কেটেছে আমার না দেখা দিন।
মনের ভেতরে বেঁচে আছো তুমি, বাস্তবে তুমি জীবিত নও;
প্রত্ন প্রতিমা সামনে এসোনা, মৃত ছিলে তুমি মৃতই রও!
যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে সুন্দরী ছিলে তুলনাহীন;
সে রূপের ছবি মনে রেখে রেখে কেটেছে আমার না দেখা দিন।
মনের ভেতরে বেঁচে আছো তুমি, বাস্তবে তুমি জীবিত নও;
প্রত্ন প্রতিমা সামনে এসোনা, মৃত ছিলে তুমি মৃতই রও!