Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

হৃদয়পুরে দেশান্তরী-৩

: | : ১৪/১২/২০১৩

এক বাউলের গান শুনে তুমি ভালো বলেছিলে শুনেছিলাম;
সেদিনের পর সব কিছু ফেলে একতারা হাতে তুলেছিলাম।
এক জীবনের সব দিয়ে গড়া আমার প্রাণের বাউল সুর
রেখেছে বাঁচিয়ে তোমার আশায় হৃদয়ে জাগা সে প্রেমাঙ্কুর !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top