Top today
হৃদয়পুরে দেশান্তরী-৩
এক বাউলের গান শুনে তুমি ভালো বলেছিলে শুনেছিলাম;
সেদিনের পর সব কিছু ফেলে একতারা হাতে তুলেছিলাম।
এক জীবনের সব দিয়ে গড়া আমার প্রাণের বাউল সুর
রেখেছে বাঁচিয়ে তোমার আশায় হৃদয়ে জাগা সে প্রেমাঙ্কুর !
এক বাউলের গান শুনে তুমি ভালো বলেছিলে শুনেছিলাম;
সেদিনের পর সব কিছু ফেলে একতারা হাতে তুলেছিলাম।
এক জীবনের সব দিয়ে গড়া আমার প্রাণের বাউল সুর
রেখেছে বাঁচিয়ে তোমার আশায় হৃদয়ে জাগা সে প্রেমাঙ্কুর !