আমি আমার মতই…..
যার যেমন ইচ্ছা সে চুপ করে থাক
আমি বাবা এসব চুপাচুপির মধ্যে নাই
বকবকিয়েই যাব আমি;
পাখিদের সাথে কিচির মিচির,
বিড়ালের সাথে মিয়াও মিয়াও
চিড়িৎ চিড়িৎ চড়ুইর সাথে
টম জেরীরে নিয়া হেরে গলা ছেড়ে দিয়ে
গাইবই আজ জোরে সোরে।
যার যেমন ইচ্ছা, কাটাক না সময় আলসেমীতে
আমি বাবা অলস নই; শুনে রাখ কান খোলে
সকালের সোনা রোদে উড়ব বায়ে;
মধ্যাহ্নের রোদ্দুর মাখব গায়ে
হেঁটে হেঁটে ঘুরব বনে
বিকেলের এলোমেলো বায়ে,
গিয়ে বসব গাছের ছায়ে।
গোধুলীর রক্তিম আভা মেখে গায়ে
নীড়ে ফিরব সিক্ত পায়ে।
যার যেমন ইচ্ছা ভুলুক আমায়
আমি বাবা ভুলাভুলিতে নাই, অনুভব কর মন দিয়ে
সকাল সাজে শত কাজের ফাঁকে
দেখা হবে মেঠো পথের বাঁকে
দুরের ঝিলে, বক উড়বে ঝাঁকে ঝাঁকে
সে যদি আমার হাতে হাত রাখে!
স্বপ্নগুলো তবে, মনের ক্যানভাসে রাখব এঁকে…
যার যেমন ইচ্ছে থাকুক নিরানন্দে
আমি ভাই থাকি না গুমড়া মুখে; জেনে রাখ
খুঁজে নেই আনন্দ, থাকি আনন্দ উল্লাসে
মনের সুখে, উড়ে বেড়াই নীল আকাশে
সাদা পাতা সাজাই সব, ইচ্ছাসের শব্দ বিন্যাসে
সবাই যখন ঘুমায়ে থাকে;
খালি পায়ে হাঁটি আমি শিশির ভেজা ঘাসে,
সে যদি চায় কভু, রাখব তারে পাশে পাশে।
আমি ভাই আমার মত
বুঝতে চাই না অত শত
মুহুর্তেই ভুলি মনের ক্ষত
উচ্ছাসে রাখি নিজেকে রত
কষ্টগুলো হয়ে যায় গত
দু:খের কাছে হই না নত
শুদ্ধতায় জীবন কাটাব, এটাই ব্রত;
আমি ভাই ঠিক আমারই মত।