Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ক্ষোভ

: | : ১৫/১২/২০১৩

হায়রে চলন্তিকা,তোর ঘুম ভাংলো না এখনো ?

তোর সন্তানেরা এখনো গুটি খেলে

সকাল দুপুর সন্ধা কালে ?

দেশ দেশ করে কী হবে !

তোর সন্তারেরা কবি হবে ?

দেশ না হয় ছবিই রবে,

চিল শকুনে ছিড়ে খাবে,তাতে-

তোর ছেলেদের কীইবা আসে যাবে !

 

আমি নেই,আমি নেই

তোর এ হীনমন্ম্যতায় আমি নেই,

সত্য ঢেঁকে মেকীতে আমি নেই,তাই

দিলেম তোরে আজিকে ছুটি

এবার তুই ওড়াস না কেন যত্ত ঘুটি

দেখবে না এ চোখ দুটি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top