নিরুপায়
নিরুপায়
____________
পরে যাবার ভয নে ই আমার
মাটিতে দাঁড়িয়ে আমি,
আমার নিচে আর নিচ নে ই ।
ভয় তাদের যারা দাঁড়ানো উপর তলায় ।
ফিন ফিনে সালোয়ার কামিজ ,
দৃষ্টি দিতে হয় না, কেড়ে নেয় এমনিতেই ।
বুঝা যায় ব্যাস বক্ষ বন্ধনীর অনায়াসে,
লিপিস্টিক লাল কপোল, যেন অন্যের অপেক্ষায়
চুম্বনের ।
তবু ধিক্কার দেয় রাস্তার দেহ পসারিনীদের,
যারা জীবন বাঁচাতেই বিকায় জীবন ।
নিয়মের বেড়াজাল আষ্টে পিষ্টে বেঁধেছে যারা
নিয়ম ভাংছে তারা নিদিধায় ।
ক্ষিধের জালায় দেহ পসারিনী রাতে ,
দিনে কোর্টের বারান্দায় ।
ডিলাক্স গাড়ির মদ্যপ মেম,
বন্ধুর সাথে লিভ টুগেদার,
আইন অচল সেথায় ।
অফিস সাকোর্লার, প্রয়োজনে অপ্রয়োজনে
নিষ্পেসিত কর্মচারী, কর্মকর্তা নির্বিকার ,
নিয়মের উর্ধে যেন দূর নিলীমায় ।
চিড়িয়াখানার পশু আমি, কুকুর শিকলে বাঁধা,
আমার রোজগারে খাবে অন্যে,
দেখে যাব আমি ধ্বংসের আগ পর্যন্ত,
বিলীন হয়ে যাবে যেদিন স্বপ্নের পৃথিবী । ।