Top today
ন্যায় অন্যায়ে বিরোধ
অন্যায়কে বিসর্জন দিয়েছি কবে
মনে পড়েনা।
নির্বাসনে পাঠিয়েছিলাম
বস্তা বন্দী করে।
তারপর সারাক্ষন শুনি
তার ফিসফাস আওয়াজ
সুমধুর বচন
বলে কিভাবে আছ
ছেড়ে আমায়
মিস যে করি
তোমায়।
ফিরে এসেছে
আবার—
গলা ধরে বসেছে
এবার—
ন্যায় আমার বন্ধুর মত
ভালবাসি বলে
রাখলাম তো পাশে।
তারপর ও অহর্নিশ
ঘ্যানঘ্যান তার।
এটা করনা
ওটা কোর কেন?
হাপিয়ে উঠেছি আমি
এ দাম্পত্ত্যে।
তার অত্যাচারে ফাকা
এ শূন্যস্থানে গেড়ে বসেছে
প্রেমিক অন্যায় আবার।
এভাবে চলছে দিন আনার
লড়াই ভাল মন্দে
বিরোধ সুমতি কুমতিতে
ন্যায় অন্যায়ে।