মেট্রিক ফেল অবনীশ ও এক পরী
সদ্য মেট্রিক ফেল অবনীশের রেজাল্ট হাতে পেয়ে কোন ভাবান্তর হল না।যেন এটাই কাঙ্খিত।মন কিছুটা খারাপ হল এই ভেবে বাবা মা বেশ কষ্ট পাবে।আকাশের দিকে তাকাল।শরতের আকাশে কাশফুলের মত সাদা সাদা মেঘ।সে আকাশ দেখে বিন্দুমাএ মুগ্ধ হল না।উল্টো মনে হল ,আকাশটা কি বিশ্রী !সন্ধ্যার বেশ পরে বাড়ি ফিরে।টিভিটা ছেড়ে ক্যাটরিনা কাইফের অভিনীত মুভি দেখতে শুরু করে।কোথা হতে এসে বাবা কমলেশ টিভিটা বন্ধ করে দেয়।কড়া গলায় বলে-পরীক্ষায়তো মিষ্টি আলু খেয়েছো।মিষ্টি আলু খাওয়া ছেলে আমার টাকা দিয়ে কেনা টিভি ধরতে পারবে না।
অবনীশের বেশ মন খারাপ হল।রুম হতে বের হল।ঘুটঘুটে অন্ধকার।তবুও এ বাড়িতে আর থাকা নয়।যেতে যেতে স্কুলের সামনে হাজির।চারদিকে কোন জনমানব নেই।ভাবলো ধ্যান করবে।তাই মাঠের উপর বসে পড়লো।সন্ন্যাসীদের মত করা বসে একমনে ঈশ্বরের নাম করতে লাগল।ধ্যানে বিপাক বাধাল মশা।মশার কামড় যে একেবারে সহ্য হচ্ছে না।অতঃপর ধ্যান ভঙ্গ করল।এমন সময় একটি মেয়ে কোথা হতে অবনীশের সামনে হাজির।অন্ধকারেও স্পষ্টভাবে মুখটা দেখা যাচ্ছিল।মেয়েটির মুখ হতে অদ্ভূত সুন্দর দ্যুতি ছড়াচ্ছে।দেখতেও চমৎকার।মনে হল,এ যেন পৃথিবীর মেয়ে নয়।এত সুন্দর মেয়ে এত রাত্রে একা,কিছুতেই তার মাথায় ধরল না।এমন সময় বেশ বাতাস বয়ে গেল।বিদ্যুতের ঝলকানি দেখা দিল আকাশে।ক্ষণিকেই অঝোর ধারায় বৃষ্টি নামে।মেয়েটা ছাতা মেলে ধরে ডাকল-আসুন।ভিজে যাবেন তো।
অবনীশ একরকম নিরুপাই হয়ে ছাতার নিচে গেল।মৃদু কন্ঠে বলল-কে আপনি?
কথাটা শুনে মেয়েটা বেশ হাসল।যেন এটা হাসির কথা।অবনীশের এক রকম ভয় ভয় লাগল।মেয়েটা পাগলনাতো।বাড়ি থেকে বের হয়ে বেশ ভুলই করেছে।আবার মৃদু কন্ঠে জিজ্ঞেস করল-কে আপনি?
এবার হাসির পরিমান বেড়ে গেল।অবনীশ মুখের দিকে তাকাল।অপূর্ব মায়াবি হাসি।মেয়েটা এবার মুখ খুলল-আমিও কিন্তু পরীক্ষায় ফেল করেছি।
কথাটা শুনে অবনীশের বেশ ভাল লাগল।কিন্তু পরক্ষণে চিন্তা করল,এ মেয়ে তার ফেলের কথা জানল কিভাবে?বলল-আপনি জানলেন কিভাবে?
-অনুমান করছি।আমার অনুমানশক্তি বেশ ভাল।
-আর কি কি অনুমান করতে পারছেন?
-তোমার মা কান্না করছে।আর তোমার বাবা ইতিমধ্যে তোমায় খুজতে বের হয়েছে।মনে মনে অনেক অনুশোচনা করছে।তোমাকে কখন বকবে না এসব।
-আপনি কি সত্যি মানুষ?
মৃদু কন্ঠে জবাব দিল-না অবনীশ।আমি পরি।বিদায়।ভাল থেকো।
এই বলে মেয়েটা উদাও হয়ে গেল।অবনীশ এদিক ওদিক তাকাল।কিন্তু কোথাও নেই।এমন সময় টর্চ লাইট এর আলো এসে মুখে পড়ল।কমলেশ ছেলে অবনীশকে জড়িয়ে ধরে বলল-বাবা,আমি কখনো আর তোকে বকব না।