Top today
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
মধুর সুরের গান; ভেজায় আমার প্রাণ
সুরের টানে; আবেগ আনে
চোখে জল; করে টলমল
সুরে যে কি সম্মোহ; হই মুহুর্তে বিমোহ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি;
শব্দে শব্দে ঝরে যেন মধু রাশি রাশি।
সুরে প্রাণে অযস্র তৃপ্তি; সুখে জেগেই চোখ যায় সুপ্তি।
শান্তি বটের ছায়ার মতই; সুরটি উচ্চারিত হয় যতই…
পরম মমতায় ভরা সুর; সুধা কানে পৌঁছায় প্রতিটা ভোর।
পুরা বাংলার ছবি; গানে উঠায়ে আনলেন প্রিয় কবি,
আত্মায় শান্তি আনে, প্রাণে বাজায় মধুর বাঁশি,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
ছবিটি আমার তোলা……….(ট্রেন থেকে)