Top today
আরাধনার ধন কোন সময়টা?
অতীত বর্তমান ভবিষ্যত
বলা যদি হয়
নাও বেছে সময়
সকাল এর মধুর সময়টা
এখন হয়ে গেছে অতীত
ভাবছি যে কি হবে
কালকে
অথবা পরশু তরশূ
অদুর ভবিষ্যতে ।
আরাধনার ধন
কোন সময়টা?
গুরুত্বপূর্ন ?
এই যে বসেছি
লিখতে অথবা করছি
শেয়ার আপন ভাবনা
বা করছি যে কাজ
বর্তমান ।
চলি বর্তমানে
শিক্ষা নিয়ে
অতীত থেকে
ভবিষ্যতের প্রেরনায়।
তবে আজ বলি
বর্তমানে চলি
বর্তমান মূল
বর্তমান আসল
অতীত হল স্মৃতি
অতীত পাথেয়
ভবিষ্যত ই ঠিকানা
যাব ভবিষ্যতে
বর্তমানের হাত ধরে।
মিছামিছি না করি
সময় নষ্ট
অহেতুক দুশ্চিন্তায়
অতীত এবং ভবিষ্যতের।