Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আরাধনার ধন কোন সময়টা?

: | : ১৭/১২/২০১৩

অতীত বর্তমান ভবিষ্যত
বলা যদি হয়
নাও বেছে সময়

সকাল এর মধুর সময়টা
এখন হয়ে গেছে অতীত
ভাবছি যে কি হবে
কালকে
অথবা পরশু তরশূ
অদুর ভবিষ্যতে ।

আরাধনার ধন
কোন সময়টা?
গুরুত্বপূর্ন ?
এই যে বসেছি
লিখতে অথবা করছি
শেয়ার আপন ভাবনা
বা করছি যে কাজ
বর্তমান ।

চলি বর্তমানে
শিক্ষা নিয়ে
অতীত থেকে
ভবিষ্যতের প্রেরনায়।

তবে আজ বলি
বর্তমানে চলি
বর্তমান মূল
বর্তমান আসল

অতীত হল স্মৃতি
অতীত পাথেয়
ভবিষ্যত ই ঠিকানা
যাব ভবিষ্যতে
বর্তমানের হাত ধরে।

মিছামিছি না করি
সময় নষ্ট
অহেতুক দুশ্চিন্তায়
অতীত এবং ভবিষ্যতের।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top