Top today			
			উন্মাতাল
উন্মাতাল
আজ সারাটা দিন বৃষ্টি হবে
সারাটা রাত জোৎস্না রবে।
সারাটা রাত জোৎস্না রবে।
এমন দিনে তুমি আমার
নাইবা হলে
এমন রাতে আমি ছাদে একা
নাইবা এলে।
নাইবা হলে
এমন রাতে আমি ছাদে একা
নাইবা এলে।
সব সময়ই তোমায় ভাবি
মানসপটে তোমারই ছবি।
মানসপটে তোমারই ছবি।
তুমি তোমার চাঞ্চল্য আর
মিথ্যে যশের বশে;
অপমানের চাবুক তুলে
মারলে আমায় কষে।
মিথ্যে যশের বশে;
অপমানের চাবুক তুলে
মারলে আমায় কষে।
এত কিছুর ছিল কি কোন প্রয়োজন
কেন করলে এত কিছুর আয়োজন?
ঘটা করে করলে আমায় অপমান।
তুমি শুধু দেখতে আমায় বলে
আমি যেতাম দূরে-বহুদূরে চলে।
কেন করলে এত কিছুর আয়োজন?
ঘটা করে করলে আমায় অপমান।
তুমি শুধু দেখতে আমায় বলে
আমি যেতাম দূরে-বহুদূরে চলে।
ভালবাসার মরণ ফাঁদে
আমায় তুমি জড়িয়ে নিলে;
এই হৃদয়ের স্বপ্ন তুমি
নাইবা আমার আপন হলে।
আমায় তুমি জড়িয়ে নিলে;
এই হৃদয়ের স্বপ্ন তুমি
নাইবা আমার আপন হলে।
আমার শুধু কষ্ট হল
আমার যত ভালবাসা নিয়ে তুমি
প্রতিদানে শুধু ছলনা প্রকাশিলে।
																আমার যত ভালবাসা নিয়ে তুমি
প্রতিদানে শুধু ছলনা প্রকাশিলে।