Top today
একাকীত্ব
খুব আঁধার চারপাশ
ভেজা ময়লাগুলোর ওপর শুকুরের পায়ের ছাপ,
সবচেয়ে বড় গাছটিও বুঝি উপড়ে পড়বে।
শকুনের স্পর্শ আজ তোমার ঊরুতে
অপ্রিয় শব্দগুলো বারবার বাজছে আমার কানে
আর সব ব্যাথারা দেয়াল হয়ে কাঁপছে আমার মনে।
সময়ের শেষেও আলোর খোঁজ নেই
অনেক সকাল তবুও গ্রামের মানুষগুলো এখনো ঘুমিয়ে,
উজানেও সাগরের বুকে জল নেই
গরম পানির বৃষ্টিতে মরুভূমির বুক আরও খাঁ-খাঁ
কুকুরগুলো তেড়ে চলেছে শুধু তোমার দিকে
আমিও তো একজন!
তবে আমায় কেন কেউ দেখে না
দাড়িয়ে আছি একহাতে হাড় আর অন্য হাতে পচা কলিজা নিয়ে
তবুও কুকুর শকুনের দেখা নেই!!