Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বিঃদ্রঃ

: | : ১৭/১২/২০১৩

আমার মাঝে মাঝে মনে হয় আমি মস্ত প্রতিভা নিয়ে পৃথিবীতে পয়দা হয়েছি । এমন কোন হেন প্রতিভা নেই যা আমার মাঝে অনুপস্হিত । এই যেমন আমি অতি চমৎকার গীত গাইতে পারি । আমারতো মনে হয় কোন হারপিক আইডল জাতীয় প্রতিযোগীতায় আমাকে কেউ বাঁশ দিয়েও ঠেকিয়ে রাখতে পারবে না । শুধু নিজের কন্ঠস্বরটা নিজেরই পছন্দ হয় না । এত জঘন্য কন্ঠ কারো থাকতে পারে তা নিজেরই বিশ্বাস হয় না । আমি অসম্ভব ভালো নাচতেও পারি । কোন নাচিয়ে অনুষ্ঠানে একবার যদি উপস্হিত হই আমি নিশ্চিত অনুষ্ঠানের বিচারক আমার নাচের মুদ্রা বুঝতে গিয়ে পেছন দরজা দিয়ে পলায়ন করিবেন । এত সুন্দর নাচ পূর্বে না দেখার অভিজ্ঞতায় দর্শক যদি মূর্ছা যায় তাতে আমার নৃত্যের স্খলন কিছুতেই করা যাবে না । দর্শকের ব্যর্থতার দায়ভার আমার মতো অতি উচ্চ মার্গীয় শিল্পীর উপর কিছুতেই চাপানো যাবে না ।

 

শুধু নাচ-গান কেন অভিনয়টা আমি কম পারি নাকি ? একবার ক্যামেরার সামনে দাঁড়ালে অস্কার টস্কার পেয়ে একাকার করে ফেলতাম না । এত সহজ কাজের জন্য কেন যে মানুষ বোকার মতো এত বড় বড় পুরষ্কারের আয়োজন রাখে কে জানে ? মানুষের কবে যে জ্ঞান হবে এই চিন্তায় আমার নিজের জ্ঞানই আজ ধরাশয়ী হওয়ার পথে ।

 

আরে বাবা আপনি কি মনে করেছেন এত অল্পতেই আমার প্রতিভা শেষ । আপনি নিতান্ত বোকা মানুষ । আমার প্রতিভা সম্বন্ধে আপনার কোন ধারনাই নেই । আমারতো ধারনা ফুটবল খেললে এতদিনে পেলে ম্যারাডোনাকে কবেই ছাড়িয়ে যেতাম । ওরা আবার ফুটবল খেলে নাকি । ওরাতো ঠিকমত বলে লাথি মারতেই জানে না। কোথ্থেকে যে এসব হতচ্ছড়ারা এসে ফুটবল শিল্পকে ধ্বংস করেছে তা ভেবেই আমি আতংকিত হই ।

 

ব্যাট বলে কি একটা খেলা যেন খেলে । ও মনে পড়েছে । ক্রিকেট খেলা । এটা আবার কোন খেলা হলো নাকি । ছোট্র একটা বল, এতবড় ব্যাট দিয়ে পিটানো কোন মামলা হলো । চোখ বন্ধ করে মারলেই হলো । ছয় বারো কোন ঘটনাই না । একবার ব্যাট ধরলে হাজার দুই রান না করে কিভাবে যে মানুষ আউট হয় তা বুঝতে পারি না । এরা নাকি আবার বিরাট ক্রিকেটার । যওসব ফাজলামি ।

 

আসলে আমার প্রতিভার কোন শেষ নেই । অনন্ত প্রতিভা আমার ।

বিঃদ্রঃ আমার মাথায় কিঞ্চিত সমস্যা আছে । তাছাড়া শীত পড়তে শুরু করেছে ।

 

ভালো থাকবেন ।

 

 

…………………………………নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top