Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

ক্ষমতার বড়াই করো না….

: | : ১৮/১২/২০১৩

ক্ষমতার বড়াই করো না….
……………………কাজী ফাতেমা ছবি
=========================
আসছি ভবে যেতে হবে
বড়াই করে কে, রয়েছে কবে
দুনিয়া সত্য, জীবন মিথ্যে তবে
মেহমান হয়ে হেথা এসেছি সবে।

তুমি আমি, আমি তুমি
বাস দুদিনের, সাক্ষী ভূমি
মরিচিকার পিছনে মিথ্যা ভ্রমি
শেষ ঠিকানা তিন হাত জমি ।

বিভবের আশে অন্যায়ে জড়াই
যতই জ্বলমল অট্টালিকা গড়াই
ইহধামে করি ক্ষমতার বড়াই
যেতে হবে একা সব ছাড়াই।

একটা জীবনে তব কত চাহি আর
প্রভু চাইলে মুহুর্তে জ্বলে সব ছারখার
দিন দুনিয়ার হও না যত বড় খেলোয়ার
খেলা শেষ হওয়ার আগেই যে,
বিদায়ের লালকার্ড হাতে তার,
সময় থাকতে হও মনা হুশিয়ার….

বন্ধ কর ক্ষমতার লড়াই হে নাদান
অহমিকা ত্যাগী কর ভালবাসা আদান
হিংসায় ধ্বংস হবে সব সাজানো উদ্যান
শেষ বিদায়ে শুধু দু’টাকার আতর লোবান।

ক্ষমতা নিজের হাতে রাখতে পেরেছে কে কবে!
রিক্ত হাতেই হবে যেতে সময় হবে যবে
সাধ্য আছে কার; ক্ষমতার জুড়ে রয়ে যাবে ভবে
প্রস্তুত রও, দোয়ারে আয্রাইল;
সব ছেড়ে আঁধারেই যেতে হবে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top