Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

চরম অভিব্যক্তি

: | : ১৮/১২/২০১৩

চরম অভিব্যক্তি

প্রকৃতির তীব্র ভ্রুকুটি হেরি,
ভাগ্যের অসহনীয় অবিচার
ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার;
লভিতে লভিতে প্রাপ্য তার
হারায়ে সবি নবরূপে
নবস্বপ্নের নবজগৎ গড়ি।
লালিত স্বপ্নের আজ্ঞা ভরে
মনোজগতে ফিরে কর্মে পরিব্যস্ত;
পরিব্যাপ্তি তার মনোমন্ডল, দেহমন্ডল, ভূ-মন্ডল
সব ছাড়িয়ে অসীমের লালসে।
প্রকৃতি রঙ্গীন; ভাগ্য হাতছানি দেয়
চেয়ে দেখি অনিমেষে
সবই সে দিয়ে দিতে চায় নিঃশেষে।
পুনঃশ্চ, ফলাফল আসবে
শূন্যের কোঠায় তার অবস্থান
ভাগ্যের এহেন আচরণ
কিভাবে সহ্য করবে এই প্রাণ?
চরম হতাশা আর অস্থিরতার মাঝে
অবশেষে এলে তুমি;
তোমার আলোকিত ভুবনে চোখ রেখে
মনের সমস্ত গ্লানি, হতাশা ভ্রমি।
স্থির চিত্তে শপথিলাম;
মনের যত অশুচি আর পঙ্কিলতা ছেঁড়ে
শুচিতার মাঝে আসব ফিরে।
সকল আঁধার কালিমা ছেঁড়ে
তোমার আলোয় সাজাব জীবন
আসব ফিরে অবশেষে
তোমার আলোর পরে।
কিন্তু একি! তুমিও দেখি
যাচ্ছ আমায় ছেঁড়ে;
কি যেনো এক ছোট্ট ভুলে
বড় বেশি ব্যথা দিলে।
হারানোর ঘরে তিল ঠাঁই নাই
প্রাপ্তির ঘর খালি;
অন্যের যত প্রাপ্তি দেখে
বাজাই হাত-তালি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top