প্রকৃতি
খুব কাছের জন
যে আমাকে ধারন করে
বুকে, পিঠে সর্বপরি আত্নায়
সে আমার প্রকৃতি
বৃক্ষ সমেত, মাটির গাঢ়তায় ভরা
আকাশের চাদরে আবৃত
মায়াবীশীতল অনাবৃত
আমার আত্নার সবুজ প্রকৃতি…।
খুব কাছের জন
যে আমাকে আচ্ছাদন করে
যার বুকে আমি মাথা রাখি
যে আমাকে ধারন করে তার সরলতায়…
একটু অমনোযোগীতায়
অথবা হেলায় যদি কেটে দেই
একটি বৃক্ষের গাঁ…
হয়ত প্রতিউত্তর নেই
কিন্তু আমার হেলায়
আঘাতে ক্ষতবিক্ষত আমার প্রকৃতি মা..।
খুব কাছের জন
যে আমাকে ধারন করে
যার বুকে আমি মাথা রাখি
সেই প্রকৃতি
যার কাছে আমি ঋনী
যদি তার মাটিকে আমি খনন করি
আমারই অসততায়
হয়ত প্রতিউত্তর নেই…
তবুও কষ্টে জর্জরিত হয় আমার প্রকৃতি মায়….।
যদি একটু বেখেয়ালীতে
নষ্ট করি মাটির নাক
খাল নদী বা বিলের কোন
সাড়ি ধরা বাঁক
কষ্টে মুখ লুকিয়ে উর্বরতা হারায়
আমার সরল প্রকৃতি মায়….।
প্রকৃতি তুমি
অনন্ত সৌন্দর্য মন্ডিত
সুরক্ষায় বলিষ্ঠ দায়িত্ববান
যার কাছে আমি চির কৃতজ্ঞবান ।
রচনাকাল ১৮/১২/২০১৩ ইং (সকাল :৯.৩০ মিনিট)