Top today
আন্তনগর বিভ্রাট….
তাবৎ সময় আন্ত নগর করলো বুঝি আড়ি,
ইস্টিশানে ওই দেখা যায় ‘নিরূপমার’ বাড়ি ৷
‘নিরূপমা’ উঠোন জুড়ে/
কালান্তরে ‘জীবন’ খুড়ে;
আসবে বলে দুর দেশে তার দীর্ঘ আশার আঁচল ওড়ে ৷
বিস্তির্ণ মাঠ পেড়িয়ে/
রেল পথের বাঁক এড়িয়ে;
আশার পাখির হাট বসেছে করতে সমন জারি;
আন্তনগর যেই সিটি দেয় ইস্টিশানে পাড়ি ৷৷
অশান্ত ওই মাতাল বাঁশি/
পাগলপারা সর্বনাশি ,
উতাল মনে জাল বুণে তার পাথরসময় ধরবে আসি ৷
কিষাণ-কালো চুল ওড়ে/
অন্ধকার পিঠ মাঠ জুড়ে,
বিরান লাইনে সিগন্যাল বিহীণ আসলো বুঝি গাড়ী;
কোন পাষানীর আন্তনগর ? দিনগোণা চাকুরী ?
নামলো যখন রোদের ঝালর/
ভোরের আলোয় বিকোয় প্রহর,
মনভারি সব প্লাটফরমে শেষ বিকেলের আলোর ।
দু’চোখ ভরে জ্বলে শুধু/
পড়ন্ত লাইন তপ্ত ধুধু ,
অভিশাপের আন্তনগর পালিয়ে যে যায় সারি ;
চোখের জলের ‘জীবন’ যে তার আসবে কখন বাড়ি ??
=====