Top today
কথা চাই কথা……….
কথা বল কথা বল
অনেক অনেক কথা
কথা জুড়ে ছড়িয়ে
থাকবে অনেক মমতা ।
কথা কই! কথা নাই
কথার পিঠে কথা
কথা সব কইতে গেলে
যেন মুখে না লাগে ব্যথা ।
কথা আছে কথা থাকবে
কথায় কথায় হবে ভাব
কথার মধ্যে নুন দিও
চিনি দিয়ে নাই লাভ ।
কথায় কথায় যাব চলে
দুর দুর বহুদুর
মেঘ যদি নাই চাও
দিব এক মুঠো রোদ্দুর ।