Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বোকা সুখ ।

: | : ১৯/১২/২০১৩

পৃথিবীতে বোকা হওয়ার মতো বড় যোগ্যতা আর নেই  । তবু মানুষ কষ্ট করে জ্ঞানী হয় এবং জ্ঞানী সাজে । মানুষের এমন সহজ র্নিবুদ্ধিতা তার সহজ সুখ কেড়ে নেওয়া ছাড়া তেমন কিছু দিতে পারে কিনা সন্দিহান । জ্ঞান বিজ্ঞানের আবশ্যকতা আছে বটে তবে তা বোকামীর মধ্যে থেকেই অর্জিত হওয়া উচিত । নতুবা আপনার জ্ঞানী হওয়ার র্নিবুদ্ধিতা দেশ জাতি সর্বোপরি বিশ্বের কল্যান অকল্যানে কোন ভূমিকা রাখলেও রাখতে পারে কিন্তু আপনার ব্যক্তি সুখে যে নিশ্চিত দূর্যোগ টেনে আনবে তা আপনার নিশ্চিত থাকা উচিত । আপনি যদি মহামানব জাতীয় ন্যায়-অন্যায় , সম্ভব-অসম্ভব কোন ধারনা নিজের সম্বন্ধে পোষন করেন তবে সে ভিন্ন কথা । আমি আমার মতো সংখ্যাগরিষ্ঠ হাত পা বিশিষ্ট প্রানীর কথা বলছি । যারা কিছুমাত্র আহার আর নিশ্চিন্তে নিদ্রা যেতে পারলেই জীবনের সর্ব দেনা পাওনায় সন্তুষ্ট ।

 

পৃথিবীতে উৎকৃষ্ট বোকা হওয়ার যোগ্যতা আমাদের মাঝে নেই বলেই আমরা অতৃপ্তিতে ভুগি । এবং পারিপার্শ্বিক সুখী মানুষকে গালমন্দ দিয়ে বেড়াই । অথচ স্বীকার করি না আমার মধ্যে লক্ষনীয় দুর্বলতাকে । আর পৃথিবীতে এই শ্রেনীর আদমই বেশী । এরা না জ্ঞানী , না বোকা । এরা জ্ঞানীর কাছে চরম নির্বোধ আর বোকার কাছে ধূর্ত হয়ে বেঁচে রয় ।

 

বোকা হওয়ার সবচেয়ে বড় পাওয়া এই জগতের পাপ তাপ, সুখ অসুখ তাকে একেবারেই ভাবায় না । সে নিজের আহার আর নিদ্রাটুকু সম্বন্ধে নিশ্চিন্ত হলে পৃথিবীর বড় বড় পরিবর্তন নিয়েও নিয়মিত উদাসীনতা দেখিয়ে চলে । আর এই স্বভাব উদাসীনতাই তার নিস্পৃহ সুখের সবচেয়ে বড় রহস্য ।

 

 

 

……………………………………….নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top