“”যদি ছুঁতে চাও আকাশ “”
যদি ছুঁতে চাও নীল আকাশ
তবে তোমাকেই যেতে হবে ঐ আকাশের বগলে,
তোমার হুকুমের গোলাম নয় ঐ আকাশ
লুটিয়ে পড়বে তোমার চরণ তলে।
অজানা মহাকাশের অচেনা বুকে
যদি আঁকতে চাও তোমার পদচিহ্ন,
এগিয়ে যাও মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে
যেখানে অপার রহস্যের অরণ্য।
ঐ যে দেখছ দুরের নিশানা
ওখানেই তোমার স্বপ্নের চাবি,
জোর কদমে এগিয়ে যাও
তবেই হাসবে নয়া দিগন্তের রবি।
তুমি বিপ্লবী হতে চাও
তুমি হতে চাও মজলুম জনতার পিতা,
কেম্নে হবে বলো?
যদি রোদের ভয়ে খুঁজো মাথার পরে ছাতা।
যেতে হবে তোমায় রাজপথে
আরামের ঘরে দিয়ে তালা,
শোষনের বিরুদ্ধে তুমি বিদ্রোহী;
শোষকের হাতে আশা কর না ফুলের মালা।
লজ্জাবতী গাছের মত সংকোচ
সমালোচনার ভয়ে তুমি আড়ষ্ট,
নিজেকে নিজে বাক্সে বন্দি করে
নিজেই করলে নিজের প্রতিভার অনিষ্ট।
কত আর কল্পনার গলিতে গলিতে ঘুরবে?
বাস্তবতার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি,
চোখে মুখে জল ছিটিয়ে আলসে ভেঙ্গে
হও মাটির বুক রক্ত মাংসের চাষী।