Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

রক্তঝর পৃষ্ঠা

: | : ১৯/১২/২০১৩

আমি রক্ত দেখেছি–উন্মাদ রক্ত ঝর !

দেখেছি মায়ের কলঙ্ক রেখায় আমার শরীর,

ভাইয়ের মৃত দেহের অসাড় ফুটপাত,

বোনের ডানা কাটা ক্ষত ছেঁড়া দেহে নর্দমা পাঁকের চীৎকার ,

বুক ফাটা চীৎকারের পাগলিনী আলুথালু নারী দেহ,

ধারালো লালসার গাঁথা চোখ–ক্ষুরধার খঞ্জর বেঁধা পাঁজর,

আমি দেখেছি–বীভৎস শুয়ে থাকা লাশের সারি…ভয়ঙ্কর রাত্রি

সেই বোবা পথ ঘাট মাঠ–দেখেছি বাংলার এক

বিধ্বংসী সেই  রক্তঝর ইতিহাস পৃষ্ঠা !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top