Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার ডায়েরী ( ০৬.০৫.২০০৪)

: | : ২০/১২/২০১৩

মুত্যু সম্বন্ধে আমি খুব একটা দৌঁড়ঝাঁপ দেই না । তবে নিশ্চিতভাবে বিশ্বাস করি এ স্বাদ আমাকে একদিন না একদিন পেতেই হবে । তাই চিরসত্যকে মেনে নিয়ে একপ্রকার অপেক্ষায় আছি । বিধাতার ডাকের অপেক্ষায় । চিরসত্য মৃত্যুর জন্য আমার কোন আফসোস নেই । আমার আফসোস বেঁচে থাকতে গিয়ে আমাদের প্রতিনিয়ত মৃত্যুকে মেনে নেয়ার প্রতিযোগীতা দেখে । এক মৃত্যুকে প্রতিহত করতে গিয়ে কত মৃত্যুকে যে আমরা সাগ্রহে গ্রহন করি তার হিসাব কে জানে । হয়তো সে হিসাব কেউ রাখে না । কিন্তু খন্ড খন্ড মৃত্যুগুলো যে ক্ষনিকে ভীষন মর্মদাহ সৃষ্টি করে সে ভালোই উপলব্ধি করি এবং পুর্নবার বেঁচে থাকার জন্য নতুন মৃত্যুকে গ্রহন করতে প্রস্তুতি নেই ।

 

মানুষ বড় আজব । বিচিএও বটে । এক মৃত্যুকে বর্জন করতে গিয়ে হাজার হাজার মৃত্যুকে গ্রহন করবে তবু নিজেকে জীবিত বলে চালিয়ে দিবে দিব্যি । কিন্তু মৃত্যুটা যে শুধুমাএ দেহের নয় , আত্বারও এই সহজ উপলব্ধি তাদের মধ্যে আসে না । কদাচিৎ আসলেও প্রানের মায়া ছেড়ে জীবনকে ভালবাসেন না । বরং প্রানের প্রাচুর্যকে শূলে চড়িয়ে হলেও জীবনকে একটা স্বাভাবিক মৃত্যু উপহার দিতে এরা হাঁসফাঁস করেন । কিন্তু দিব্যি ভুলে বসেন স্বাভাবিক সুন্দর বটে, অস্বাভাবিক ঐশ্বর্যপুষ্ট ।

 

 

……………নিঃশব্দ নাগরিক ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top