Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ভালবাসি

: | : ২০/১২/২০১৩

আমি নিজেকে ভালবাসি অনেক সত্যই,

অনেকটা স্বার্থপরের মত।

তবে নিজের চেয়ে অনেক বেশি ভালবাসি তোমায়,

পুরোটা নিঃস্বার্থ।

 

কেন ভালবাসি তোমায় যদি জানতে চাও

উত্তর নেই প্রস্তুত দেবার জন্য।

তবে বলব দৃঢ়তার সাথে ভালবাসা আমার যেন

ভীষণ অরণ্য।

 

যত বেশি অগ্রসর হবে এই মনের মাঝে

ভালবাসায় পাবে গভীরতা।

সত্যই নেই আমার ভালবাসায় খেদ কোন, নেই

অযাচিত কপটতা।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top