Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অকৃতিম

: | : ২১/১২/২০১৩

সবখানে হয় ভালবাসা দেয়া-নেয়া
আমি শুধু নিঃস্ব হয়ে ভালবাসা দিয়ে যেতে চাই,
অথবা হোক পাওয়াতেই জীবন,
যেমন জীবনেরে নিঃস্ব করে নিয়ে যায় মরণ।

বিভক্তির ভালবাসায় চলে না জীবন।
ভাগ হতে হতে ক’টুকুই থাকে আর!
আমি জ্বলতে চাই অগ্নিগিরির অনলে,
প্রদীপের ভাগে ভাগে প্রেম হয়েছে সাবাড়।

সবখানেই হয় ভালবাসা দেয়া-নেয়া,
আমি শুধু নিঃস্ব করে ভালবাসা নিয়ে যেতে চাই,
না হয় হোক দেয়া’তেই মরণ,
যুগ যুগ ধরে নিঃস্ব হয়ে পথ চলছে জীবন।

সমৃদ্ধির পৃথিবীতে প্রেমের কতটুকুই দাম!
বেঁচে থাকার তাগিয়ে হয় জীবনের জয়,
যে প্রেমিক মরে গেছে ভাল বেসে বেসে,
কতটুকু প্রেম তারে দিয়েছে অভয়!

সবখানেই হয় ভালবাসা দেয়া নেয়া,
শুধুই ভালবাসা পায় কি জীবন?
পৃথিবীর অন্ধকারে কোন কালে জ্বলেনি আলো!
সমুদ্রের ভালবাসা পায় কি মরুর আলোড়ন?

আমি শুধু নিঃস্ব হয়ে ভালবাসা দিয়ে যেতে চাই
নয়তো প্রকৃতির মত সব প্রেম থাক ধুলায় জড়িয়ে,
প্রচন্দ্র তুফান সে প্রেম নিয়ে যাক হেলেনের বুকে
আকণ্ঠ নেশায় ডুবে প্যারিস বাস করুক ট্রয়ে।

আমি শুধু নিঃস্ব করে ভালবাসা নিয়ে যেতে চাই,
থাকুক না গোধুলীবেলা রক্তিমাভ আলো,
আমি অন্ধকারেই বাসবো ভালো,
নিদ্রাহীন জোনাকীর আলোয় অকৃতিম ভালবাসাই।

২৩১১১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top