Top today
আমি কিছুই না……………..
আমি ধুলো বালি ছাই
জোরে ফু দিলে নাই
উড়ে উড়ে, ঘুরে ঘুরে হেথা সেথা যাই
বসি গিয়ে কোথাও, যদি একটু জায়গা পাই
অন্যের অধীনে থেকে থাকি পড়ি খাই।
আমি এ্যাকুরিয়ামের মাছ
ঘরের শোভা বর্ধনের জন্য হয় চাষ
বন্দিত্ব জীবনে স্বাধীনতার নাশ
নিজের ইচ্ছে গুলোরে দিয়ে চাপা, করি বসবাস
এভাবেই কাটে আমার দিন রাত মাস।
আমি নীল আকাশে রঙ্গিন ঘুড়ি
নাটাই অন্যের হাতে দিয়ে, তার খুশিতে উড়ি
সুতা কেটে দিলে উড়ি উড়ি ডালে পাতায় আটকা পড়ি
ঝির ঝির হাওয়া এলে একটু নড়িচড়ি
অস্তিত্বহীন জীবন যায় চলে এমনি করে তড়িঘড়ি।
আমি যন্ত্র চালিত রোবট
অন্যের ইশারায় কাজ করি ঝটপট
ইশারায় কাজ না হলে, মালিক তাকায় খটমট
সব কর্মই সাড়তে হবে চটপট
হৃদয়হীনদের পাশে থেকে যন্ত্রনায় করি ছটফট।
. . . . . . . . . . . . . . . ………………………………………….. . .