Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমি কিছুই না……………..

: | : ২১/১২/২০১৩

আমি ধুলো বালি ছাই
জোরে ফু দিলে নাই
উড়ে উড়ে, ঘুরে ঘুরে হেথা সেথা যাই
বসি গিয়ে কোথাও, যদি একটু জায়গা পাই
অন্যের অধীনে থেকে থাকি পড়ি খাই।

http://i.imgur.com/eCFWM.jpg

আমি এ্যাকুরিয়ামের মাছ
ঘরের শোভা বর্ধনের জন্য হয় চাষ
বন্দিত্ব জীবনে স্বাধীনতার নাশ
নিজের ইচ্ছে গুলোরে দিয়ে চাপা, করি বসবাস
এভাবেই কাটে আমার দিন রাত মাস।

http://images2.layoutsparks.com/1/246999/dark-water-fairy-holly.gif

আমি নীল আকাশে রঙ্গিন ঘুড়ি
নাটাই অন্যের হাতে দিয়ে, তার খুশিতে উড়ি
সুতা কেটে দিলে উড়ি উড়ি ডালে পাতায় আটকা পড়ি
ঝির ঝির হাওয়া এলে একটু নড়িচড়ি
অস্তিত্বহীন জীবন যায় চলে এমনি করে তড়িঘড়ি।

http://i.imgur.com/c60E4.jpg

আমি যন্ত্র চালিত রোবট
অন্যের ইশারায় কাজ করি ঝটপট
ইশারায় কাজ না হলে, মালিক তাকায় খটমট
সব কর্মই সাড়তে হবে চটপট
হৃদয়হীনদের পাশে থেকে যন্ত্রনায় করি ছটফট।

http://i.imgur.com/R2hlj.jpg
. . . . . . . . . . . . . . . ………………………………………….. . .

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top