Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ফাল্গুনী পল্লব

: | : ২১/১২/২০১৩

ফাল্গুনী পল্লব
এসো হে নবীন,
দিলাম তোমায় নতুন দিনের উপহার,
ফুস ফুস ভরা নির্মল বায়ু,
উপচে পরা বুক ভরা হাসি,
হৃদয় ভরা ভালবাসা,
আগত দিনের উজ্জল ভবিষ্যৎ।
ঝেড়ে ফেল যত পংকিলতা গা থেকে,
মুছে ফেল অন্তরের ক্লেদ,
রুখে দাও অশ্রাব্য বাক্যবাণ,
গেয়ে উঠো সোনালী আগমনী গান,
যেমন ঝেড়ে ফেলে বৃক্ষরাজি,
পৌষ, মাঘে সকল পংকিলতা গা থেকে,
গেয়ে উঠে নতুন দিনের গান ফাগুনে।

হে সজীব,
নির্জীব নও তুমি,
মনে , মননে, চিন্তায়, চেতনায়
ঝীর্ণ যারা চলে গেছে তারা,
খোলে দিয়ে প্রান্তর তোমাদের।
বাজুক রণ দামামা,
রক্তের শিরায়, শিরায় ধ্বংসের,
যত অনিয়ম, যত অন্যায়ের।
জন্ম তোমার থেমে থাকায় নয়,
পৌষের ঝড়া পাতা নও তুমি,
তুমি শ্রাবণের ভরা নদী,
যৌবন তোমার রন্দ্রে রন্দ্রে,
জ্বলে উঠ তুমি সূর্য দীপ্ত তেজে,
খোলে দিতে হবে মুখোশ তাদের,
যারা, নিয়মের আড়ালে গড়ে তোলে
অনিয়মের বেড়াজাল।
ভেঙ্গে দিতে হবেই, অনিয়মের তৈরী
নিয়মের যত শৃংখল।
জেগে উঠ তুমি,
হাতে নিয়ে রণ তুর্য,অন্তরে নিয়ে
ফাগুনের কচি পাতার কোমলতা।

হে চঞ্চল,
দিলাম তোমায়, আমার ভাল যা কিছু,
চপলতার জন্য নয়,নয় উশৃঙ্খলতার জন্য,
গড়ে তুলতে আগামী সোনালী দিন
আগতদের জন্য।
দিনে দিনে বেড়ে যাচ্ছে হায়ানের বংশধর।
সভ্যতার নামে ধর্মের লেবাসে,
দৌঁড়াচ্ছে ওরাই তীর বেগে,
মুখোশ পরে চলে যাচ্ছে দেশ থেকে
বিভৎসতা লুকাতে।
রুখে দিতে হবে তাদের,
যারা কেড়ে নিতে চায় আমার আজন্ম হাসি,
মন গড়া নিয়মের বেড়াজালে।

হে নবীন,
হাটুর মাঝে মাথা গেরে বসে আছে
ঝড়া ঝির্ণ অতীত, তোমাদেরই পানে,
অনিয়মের নিয়ম ভাঙ্গার ক্ষমতা
সেতো তোমাদেরই।
পুরনো যারা পরিত্যক্ত তারা,
চেয়েছিনু নতুন দিন,
স্নান সিক্ত পৃথিবীর নতুন মহিমা
তোমাদের থেকে।
বেঁচে থাকতে চাই মানুষের মতো,
কেউ যেন না নেয় কেড়ে,অন্ন, বস্র,
আত্মার স্বাধীনতা,
সে নিশ্চয়তা দেবে তোমরা।
তাইতো তুলে দিলাম আমার এ অর্ঘ্য
তোমাদেরই জন্য,গড়ে তুলতে,
গ্লানিহীন,ভীতিহীন,সন্ত্রাসহীন,
এক নতুন ভবিষ্যৎ.।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top