Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সেই রাত……

: | : ২১/১২/২০১৩

ঘুম তোমার তখনো ভাঙেনি,

পাখির অল্প অল্প কিচির

আর অনেক দূরে একটি আজানের ধ্বনি,

তোমার ঠোঁট তখনো শুকায়নি;

আমার ঘড়ির আঘাতে তোমার গলার নিচে

রক্ত জমাটবেধে আছে

ঊরু পর্যন্ত কাপড় উঠে আছে,

তোমার বাম পায়ে এখনো সেই নূপুর

যার আঘাতে আমার ঠোঁট কেটে গেছে।

কি মলিন লাগছিল তোমাকে!

এই তুমিই তখন

কি পাগলামিটাই না করছিলে!

আমি একটু একটু ভয় পাচ্ছিলাম

তুমি আমায় সাহস দিচ্ছেলে

যদিও তোমার সারা শরীর কাঁপছিল!

যখন তুমি তোমার ঠোঁটের রঙ

আমার সারা শরীরে মেখে দিলে,

তখন ঘুমন্ত আমি জেগে উঠি।

পথ হারা এক পথিকের মত

খুঁজতে থাকি স্বপ্ন পথ

যে পথের দেখা বাস্তবে আজই প্রথম

স্বপ্নে বহুবার দেখেছি সে পথ।

আমার মন আনন্দে ভরে উঠল,

আজ আমি সত্যিই বিজয়ী

যুদ্ধ শেষে যখন আমি ক্লান্ত,

তখন সঙ্গী তুমিও

ক্লান্ত আর প্রচণ্ড রক্তাক্ত;

নিঃশব্দ রাত আর নীল আকাশ।

আমাদের মিলন দেখে

ঘুমন্ত জোছনাও হাসছিল

বাতাসে ছড়িয়ে পরেছিল

গোলাপ আর রজনীগন্ধার সুগন্ধ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top