Today 22 Dec 2025
Top today
Welcome to cholontika

স্মৃতির ঘূন পোকা

: | : ২১/১২/২০১৩

স্মৃতিদের ঘরে বেঁধেছে ঘূন পোকারা বাসা,
হৃদয়ের চরে জমেছে পলি মাটি ঠাসা।
ভাঙ্গনের সুরে কেঁদেছে সাজ ব্যাকুল প্রাণ,
স্বপনের ঘোরে এসেছে আজ বধের বাণ।

ভালোবাসা আজ জাগ্রত অপেক্ষায়,
নিরবতা ভাঁজ মিশ্রিত আকাংক্ষায়।
প্রিয়ার হাসি গগনসম প্রকাশ,
ঠোঁটের পরশ সায়রসম বিকাশ।

মন ছুঁই ছুঁই বিরাজিত সৈনিক,
প্রেম টুঁই টুঁই পরাজিত দৈনিক।
গৃহকোণ শিহরিত অসীম পুলক আশায়,
আঁখিকোণ আবেশিত নিঃসীম প্রেয়সী নেশায়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top