Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

হঠাৎ দেখা

: | : ২১/১২/২০১৩

একদিন দেখেছি যারে শ্রীকান্তনগরে–

হিমানির দেশে, হিমছড়ি পর্বতচূড়ায়

অনেক খুঁজেছি তারে জগন্নাথের হাটে,

শঙ্খনদীর বাঁকেবাঁকে, চন্দ্রাবতীর মেলায়

আবার যদি দেখা পাই কামনার সৈকতে

গুপ্তবাসনা ব্যক্ত হত দুজনার কানে।

 

চন্দ্রোজ্জ্বল দেহবর্ণ মুক্তাঝরা স্নিগ্ধহাসি

মাধুরীময় অবয়ব হাওয়ায় উড়ে চিকুররাশি

অনিলোড়ন্ত আঁচল, চলনমুগ্ধতা

ভুলা কি যায় হঠাৎ দেখা ছায়া–

ভাল লাগা কায়া–মানসজুড়ে স্ফুরণ

বারবার ভেসে উঠে চোখে সুদর্শনার কথা।

 

১১/১১/১১

চট্টগ্রাম।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top