Top today
নাচে ওরা নাচে
ওরা নাচে
বেঘোরে নাচে
না জেনে না শুনে
না বুঝে নাচে,
নাচের তালে তালে নাচে
দেখে দেখে নাচে
মোড়ে মোড়ে
ঘুরে ঘুরে
হৈ হুল্লুড় করে
দলে বলে
লাফিয়ে লাফিয়ে
মাতালের মত
বেহুশ হয়ে নাচে;
ম্যাকিয়াভেলীর মিথ্যা বাশীর সুরে
গোয়েবলসের নাচের তালে
হিটলারের প্ররোচনায়
মানবতা বিধ্বংশী
যুদ্ধোন্মত্ত ওরা
পাগলা কুত্তার মত
খুনের নেশায় নাচে,
রক্ত নেশায় নাচে
নেচে নেচে একদিন
নিজের রক্তে ওরা
রক্ত পিয়াস মিঠাবে;
ওরা রক্ত পিয়াসী রাক্ষুস
রক্ত নেশায় ওরা
এতটাই বুঁধ হয়ে আছে
কে যে আপন
কে যে দুশমন
সেটা বুঝার হুশ নাই তাদের ,
হুশ যখন ফিরবে
তখন দেখবে
আমরা পরাজিত একটা জাতি,
তখন কাশ্মিরের মত
সিকিমের মত
রক্ত দেয়া ছাড়া
আর কিছুই করার থাকবে না।