Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

অপেক্ষিত

: | : ২২/১২/২০১৩

অপেক্ষিত

কে গো তুমি অবেলায়
বসে আছ জানালায়;
তুমি কি গো তবে হায়
আছ কারও অপেক্ষায়?

নিষ্পলক আঁখি মেলে
আশার প্রদীপ জ্বেলে
চেয়ে আছ দূরপানে
একি গো প্রেমের টানে?

চোখ দুটো জলে ভেজা
বুঝা তো বড়ই সোজা;
কেঁদেছ তুমি তাই
কেন সে আসে নাই?

আঁখিপটে ভাসে মুখ
মনেতে বেজায় সুখ
কবে সে আসবে গো
মন হয় উন্মুখ।

মনে মনে জেদ করে
কথা আর বলবে না
এবার বাড়ী আসলে
কাছেও আর আসবে না।

অভিমানে চোখের কোণে
জমে ওঠে অশ্রু
বুকেতে দেখা দেয়
ব্যথা, রাগ অবিমিশ্র।

আসি আসি করে আর
তার আসা হয় না;
অপেক্ষার প্রহর তার
আর শেষ হয় না।

হঠাৎ, জানালা ফাঁকা
তার সেই অপেক্ষিত
অভিমানী দু’টি চোখ
যায় নি তো আর দেখা।

শ্বাসনালীটা বন্ধ হয়ে গেছে
দুঃখের পাহাড় জমে;
তাই সে এখন নেই
সেই জানালায়,

এমনকি এই ইহধামে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top