Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

|| আমায় ডাকে ||

: | : ২২/১২/২০১৩

গাছ-গাছালীর নিঝুম বন
ছোট্ট নদী চাওয়াই,
আখ-পাখালীর শ্যামল ঘন
দূরবা ছাওয়া দাওয়াই ।
শরষে ফুলের হাসি ভরা
আমার সবুজ গাঁ,
নদীর কুলের পাগলপারা
ছোট্ট ঠিকানা-
আজো- ভুলতে পারিনা ।।

শীত সকালে মায়ের হাতে
ভাঁপা পিঠার উম্,
কোন খেয়ালে হাতেনাতে
কাড়তো ভোরের ঘুম ।
পাট-পঁচাঘাম দিঘীর জল
বিষম আমায় টানে,
গাছপাকা আম গাছেরই তল
ভুলিয়ে রাখে ঘ্রাণে-
আজো- ফিরিয়ে রাখে প্রাণে।

গাই দোহানো ভেজা বাসন
জড়িয়ে থাকা ফেনা,
রোদ পোহানো নাটা বন
পায়ে পায়ে বুণা ।
দড়ি ছেঁড়া এঁড়ে বাছুর
সোহাগ মাখায় মাকে ,
ঘড়ে ফেরা হরিষে দূপুর
লাফায় লেজের ফাঁকে-
আমায় আজো- ডাকে ।।
——–

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top