Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

আলটিমেড গোল

: | : ২২/১২/২০১৩

ঠিক তখন দুপুর বারটা
পিচ ঢালা রাস্তা দিয়ে হেটে যাচ্ছি
মাথার উপর গনগনে সূর্য।
আশেপাশে কেউ নেই
শুধু আমি একা
মৃদু বাতাসে দোলতেছিল গাছের পাতা।
আকাশে মেঘ ছিল না
ধবধবে নীল আকাশ,
একটি গাছের ডালে বসেছিল
কয়েকজোড়া কাক।
প্রকতির এমন শত শত আয়োজনের মধ্যে
আমার পথ চলা,
অজস্র স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় সত্য মনে হয়
ডেথ ইস আওয়ার আলটিমেড গোল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top