Today 02 Nov 2025
Top today
Welcome to cholontika

প্রেম অনুভূতি…

: | : ২২/১২/২০১৩

তুমি এক প্রচণ্ড মায়াবী নীল

সাগরের অথৈ জল, নদীর স্রোত

তুমি সাদা মেঘের এক অসম্ভব ভাললাগা।

আমি বিশ্বাসী, আমার এ নিস্পাপ প্রাণ

অনিদ্রায় কাতর, অপেক্ষমান, পিপাসিত।  

তুমি বৃষ্টিতে ভেজা এক নতুন

সুগন্ধি রজনীগন্ধা।

আমি সাহসী, আমার এ চাওয়া

ধরণীর এক অকৃত্রিম  প্রকাশ।

তুমি রোদেলা দুপুরের ক্লান্ত দেহ

কম্পিত অধরে তুমি মাতাল

আমি যুদ্ধফেরত অনড় এক বীর।

নিরিবিলি সন্ধ্যায় আকাশের বুকে, তুমি

এক সন্ধ্যাতারা যা আমার অনেক ভাললাগে

তুমি সাহিত্যের এক অপঠিত অধ্যায়।

আমি ধ্যানরত, বিশ্বাস কর

ভালবাসি শুধু তোমায়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top