Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বর্ষার বিল

: | : ২২/১২/২০১৩

বর্ষার  বিল   করে  ঝিলি মিল

জ্যোৎস্নার  আলো  পরে,

এমন  শোভা  না  দেখে  কে উ

থাকতে  পারে ঘরে ।

দক্ষিণা  বাতাস   বিল   ছুয়ে

খোলা   জানালায়  ডুকে,

শীতল   হাওয়ার   মধুর   আমেজ

শিহরণ   জাগায়  বুকে ।

বাতাসের   ধাক্কায়  ঢেউযের  পানি

ভেঙ্গে  দেয়   ঘরের   পিড়া,

পড়ে   যাবে   ঘর  ঠেকাও  জলদী

ছুটে   আসে   পড়শীরা ।

অথৈ  সে জল  করে যে টল মল

ভাসিয়ে  নেয় সব ই   আজি,

শীতের  খড়ায়  ফেটে  যায়  সেই মাঠ

কোথা  যায়  এ  জল  রাজি ।

চৈত্রের  রোদে শুকিয়ে  যায়  বিল

চার   দিকে  হাহাকার

পশু  পাখিরা  তৃষ্ণায়  মরে

জেলেরা   অনাহার ।

নদী   গুলো  গিয়েছে  মরে

শুকিয়ে  যায়  সব  বিল,

খেতে  না  পেয়ে ক্ষুধার  জালায়

কেঁদে  ফিরে  গাঙ চিল ।

ভরা  বর্ষার  এ ই  সব অথৈ  জল

জমা  যদি  রাখা যায়,

চৈত্রের  খরায়   কাঁদবে  না   পাখি

জেলে  না  হয়  অসহায় ।

রক্ষিত  পানি  ক্ষেতে  দিলে

মাঠ  যাবে  ধানে  ভরে,

আনন্দের  বন্যা  বয়ে যাবে

এই বাংলার  ঘরে  ঘরে । ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top