Top today
যেমন আছি বাংলাদেশ
( কবিতাটি কলকাতার মিতা চ্যাটার্জী স্বরণে লেখা )
*******************************
কি করে থাকি বলো ভালো
ঘর থেকে পারিনা বাহিরে যেতে,
রাজনৈতিক দুই দল;তাঁদের স্বার্থে
অনাকাঙ্ক্ষিত নেশায় আছে মেতে ।
গাড়ী বাড়ী ভাঙ্গছে ওরা…
ইটের মতো করে জ্বালাও পোড়া…
মারছে পথো শিশু,
মাইকের সামনে দাঁড়িয়ে বলেন…
দেশ জাতীকে রক্ষা করেন…
হয়ে খ্রিষ্টান যিশু ।
জনগণ নয় কচি খোকা…
নয় আবুঝ নয় বোকা…
দেশটা যাচ্ছে তলে,
নয় এটা গণতন্ত্র…
সত্যি যে এটা রাজতন্ত্র…
সবাই যাচ্ছে তা বলে ।
********** সমাপ্ত *********
তারিখ : ২২-১২-২০১৩ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : khmahabub@yahoo.com
বিঃদ্রঃ কবিতাটি বাসে বসে লেখা ।