Top today
আজ ২১ ডিসেম্বর কাল রাত
আজ ২১ ডিসেম্বর কাল রাত
পচিশ মার্চ আমাদের কাল রাতি হিসাবে পরিচিত .এটা আমার মা বাবার মুখে শোনা দেখিনি তবে পচিশ মার্চ এর কাল রাত্রি না দেখলে ও কাল রাত্রির অভিজ্ঞতা আমার হয়ে যাচ্ছে আজকে .কানাডায় আজকে স্মরণ কালের ইতিহাসে আমাদের কালকে রাত দুইটা থেকে এখন ও পর্যন্ত আমাদের পাওয়ার অফ .আমি আমার এক ফ্রেন্ড এর বাসায় আছি এই মুহুর্তে .প্রচন্ড স্নো স্টর্ম এখানে বড় গাছপালা ভেঙ্গে রাস্তার ট্রাফিক লাইট পাওয়ার অফ. রাস্তা দিয়ে আসার সময় ভয় পেয়ে গেছি .সব গাছ ভেঙ্গে পরে আছে .প্রকৃতির কাছে আমরা মানুষ কত অসহায় আজকে আবার টের পেলাম বাংলাদেশ এ বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগ এ যেমন মানুষ অসহায় একই অবস্থা এই উন্নত দেশে থেকে ফেস করছি .শুনছি দুইদিন পরে নাকি পাওয়ার আসবে .একদিন এ লাইফ ডেথ এর কাছে চলে আসছে
আল্লাহ তাড়াতাড়ি এই অসহনীয় অবস্থা থেকে উদ্ভার কর আমাদের