Top today
ক্লান্ত বালক
বাঁচতে হবে তাই বেঁচে আছি ।
বাঁচার তাগিদে তাই কত কি করে যাচ্ছি ।
ঘোর অন্ধকারে একটু আলো খুঁজে বেরাচ্ছি ।
পাগলা ঘোড়াটা খেপেছে তাই আমাকে তাড়িয়ে বেরাচ্ছে ।
ফেলে আসা দিনগুলো আমায় হাঁপিয়ে তুলছে বেজায় ।
অজানাকে জানতে চাওয়ার স্বভাবটাও আজ আমার নেই ।
গতিহীন পথে হাঁটছি না কত দিন ,
নীল আকাশ ছুঁতে চাওয়া পথিক আজ ক্লান্ত ।
নদী আজ ঢেউ শূন্য ,
আকাশে নেই রংধনু ।
সূর্যাস্ত আজ অনুভূতিহীন।
আকাশটা বর অভিমানী, কখন যে কেঁদে ফেলে ?
পূর্ণিমার চাঁদ আর হাসছে না ।
শীতের চাঁদরে ঢাকছে না বৃক্ষরাজি ।
পল্লীবধূ আর বুনছে না নকশী কাঁথা ।
গরু মহিষ গুলো অলস সময় কাটাচ্ছে ।
মাটির হাঁড়ি আজ খাবার শূন্য, কুমোরেরা ক্ষুধার্ত ।
বৃষ্টি হীন মাঠ ফেটে চৌচির ।
মিথ্যা গল্প শুনিনা আজ কত দিন ?
পাশের বাড়ীর ওরা আজ মা হতে চলছে !