Top today
গোলাপউচ্ছ্বাস
বৃষ্টি তুমি হৃদয় দ্রাব,
শ্রাবণের ধারাঝর অনবর ধারাপাত,
জানালা গলিয়ে দেখো তার জাল শরীর।
বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি না কি !
বস্তুত বিন্দুই সৃষ্টি ধার,
পিপাসার মগ্নতায় থেমে ছিল যে ভ্রূণ ফোঁটা–
ধীর তার এই জাল অবয়ব।
তারপর স্পষ্ট ছবির প্রলেপ এবং সেই পরিচিত মুখ
বস্তুত হৃদয় ছেঁকে নেওয়া ভাব অনায়াস জন্ম নেয়
তোমার বিধ্বংসী বাগান অথবা গোলাপ রাগ,
কিম্বা ফুটে ওঠা তুমি !
আর সেই শ্রাবণের ধার মাখা চোখ,কিম্বা ঠোঁট
লিপ্সায় বহুবার নায়ক ভেঙেছে তার সংলাপ।
কঠোর খরায় তাই শ্রাবণ নামে–সে হৃদয় চমৎকার–
সাজানো হাট বাজার চৌমাথা ও সেই লাল গোলাপউচ্ছ্বাস !