Top today
জল কণার অভিমান ভঙ্গ
মাতাল হাওয়া
সেই সাথে অঝোরে বৃষ্টি,
বারান্দায় আবছা আলোয়
আমায় ভিজিয়ে দিয়ে যায়
এই কচি রাতের বৃষ্টি।
আকাশ হতে মাঝে মাঝে নেমে আসছে প্রচন্ড শব্দ
হঠাৎ করে চোখ ঝলসানো ক্ষণিক বিদ্যুতের ঝলকানি;
বেশ ভালই লাগে
মেঘেদের মাঝে অভিমান করে লুকিয়ে থাকা
জলের কণাগুলোর স্বতঃস্ফূর্ত খেলা দেখতে।