তিক্তময় সত্য কথা (১)
হে মুসলীম যুবক –
সর্বাগ্রে তোমাদের কথা চিত্তে পুনঃপুনঃ স্মরণ হচ্ছে । আপন নেত্রে , বিবেক বুদ্ধি দ্বারা অনুধাবন করছি । তোমরা সেই যুবক নও । তোমাদের অন্তে তার মেসন তুল্য নিদর্শন খুঁজে পাচ্ছি না । তোমরা আর অধিকতর ক্ষুদ্র দুর্বল পিপীলিকার মধ্যে কোন ফারাক দেখি না । তোমরা আজ কঠিন পীড়ায় চরমভাবে আক্রান্ত শয্যাশায়ী রোগি । বিস্তৃত পন্থা যে বহন করে অহরহ মালবাহী গাড়ি । সমস্ত হৃদয় বিদারক অসহনীয় যন্ত্রণা নীরবে সহ্য করেই চলছে দৈনন্দিন । ঐ পথ আর তোমরা অভিন্ন । কি করে ? ইসলাম ও তাঁর বাহকের অপমান , অবমাননা ও কটুক্তি সাদরে গ্রহণ করছো নব কনে বরণের ন্যায় । তোমাদের কি শিরা , উপশিরা , মস্তিষ্ক ও রক্ত উষ্ণ হয়না ? প্রতিশোধের প্রবল মোহে হস্তের বাহু পদের উরু কি থর থরে কম্পিত হয় না ? মিথ্যের বিরুদ্ধে লড়তে দুঃসাহসীকতা ও বেপরোয়াতার অনুভূতি হৃদয়ে জাগ্রত হয়না । যদি না হয় দ্বিধাহীনভাবে বুঝবে । তোমরা সেই যুবক নও , নহে খাঁটি ঈমানদার । যারা হাসান হুসাইনের সহিত হাসতে হাসতে পুলকিত চিত্তে চিরস্থায়ী সুখের বাগিচায় অবস্থান করবে অনন্তকাল ।
আমরা আজ জন্মসূত্রে মুসলীম তা সংশয়হীন । কেননা অক্ষমতা তোদের গ্রাস করায় আল্লাহর নিকট সকল ইচ্ছাকে সমর্পন করতে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । জীবন বিধানকে অবহেলা করে মৌখিক ঈমানের দাবি লয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়তে যাচ্ছ , কিন্তু ফলপ্রসু হচ্ছে না । অপমানের বোঝা অংসে লয়ে ও লাশ হয়ে প্রত্যাবর্তন করছ নিলয় কোণে । মুসলীমদের মৌলিক সমস্যা তারা পূর্ণরুপে ভুলতে বসেছে ” রাসূলকে (মুহাম্মদ) সব কিছু অপেক্ষা অধিক ভাল না বাস প্রকৃত ঈমানদার হওয়া অসম্ভব ” ।
হে যুবক ভাই , শুধু তোমাদের পরিপূর্ণ দোষারোপ করছি না । ভিনদেশী পাশ্চাত্য ও বিধর্মীদের সভ্যতা সংস্কৃতিই রুঢ় কারণ । আমরা তা নির্লজ্জ বেহায়া সেজে গ্রহণ করছি । ফলে দ্বীন থেকে দূরে গিয়ে শয়তানকে করছি পূর্ণরুপে প্রাণের দোসর । কিছু সংখ্যক মানুষরুপী শয়তান বেহায়া চিত্ত কাড়া আকর্ষণী যুবতীরা সৌন্দর্য্য অবারিত করে সমুখে সর্বদা বিচরণ করছে । যুবকরা দর্শন করে যৌবনকে রুদ্ধ করবে কেমনে ? এটাতো বেধে রাখার কিছু নয় । তাই কু-কর্ম ও ব্যাভিচারের মোহ সর্বাঙ্গে উত্রায়ে ওঠে । নিজেকে শান্ত রাখতে নিরুপায় হয়ে পরে ।